মিরপুর প্রতিনিধি
মিরপুর ফুটবল মাঠে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা উদ্বুদ্ধ করন ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার মিরপুরে আজ বুধবার বিকেলে মিরপুর ফুটবল মাঠে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা উদ্বুদ্ধ করন ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।সেই উপলক্ষে আমলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সুমন মাহফুজের নেতৃত্বে উক্ত জনসভার জন্য ব্যাপক জনসমাগম ঘটানোর জন্য বিশাল মটর সাইকেল র্যালি নিয়ে উপস্থিত হয়৷
বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আগামী নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা উদ্বুদ্ধ করন ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি কতৃক আয়োজনে আগামী ১ লা অক্টোবর বিকেল ৩টায় মিরপুর ফুটবল মাঠ চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া ২ মিরপুর-ভেড়ামারা আসনের সাবেক তিনবারের সফল সংসদ সদস্য মিরপুর ভেড়ামারা উন্নয়নের রূপকার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম।