Headline :
দৌলতপুরে বিআরডিবির উদ্যোগে গরু মোটা তাজা করণ সুফল ভোগীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃইয়াকুব আলী হারিয়েছে দৌলতপুরে সীমান্ত ব্যাংক, প্রাগপুর শাখা ও বিজিবির সমন্বয়ে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযান অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার দৌলতপুর আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে চম্পা খাতুন নামে এক মাহিলার লাশ উদ্ধার দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার দৌলতপুরের তারাগুনিয়া বাজারে আশিকের মোবাইল ফোন এর দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খলিসাকুন্ডিতে দোয়া মাহফিল
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

আল্লারদর্গা বাজারের হিসনা ব্রিজের নিচে যেন দৌলতপুরের ‘ডাস্টবিন’

Reporter Name / ২৬৮ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দৌলতপুর প্রতিনিধিঃ

হিসনা নদী এ নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্র নামে পরিচিত আল্লারদর্গা এখানে বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদর বসবাস । আল্লারদর্গা বাজারের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের প্রধান মাদ্ধম এই ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় তিন টি ইয়উনিয়ন লক্ষাদিক মানুষের যাতায়াত। দৌলতপুর উপজেলায় হিসনা নদীর উপর দিয়ে যতগুলো সেতু আছে তারমধ্যে আল্লারদর্গা বাজারের সেতুর নিচের অবস্থা সবচেয়ে বেশি দূষিত।

একদিকে ফেলা হচ্ছে পচা সবজি, পচা ফল, ময়লা-আবর্জনা। অন্যদিকে দৌলতপুর উপজেলার বিভিন্ন হসপিটাল ও বাজারের ময়লা ট্রাকে করে এনে ফেলা হয় ব্রিজের নিচে । সবমিলিয়ে ব্রিজের ওপর দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। প্রয়োজন ছাড়া কেউই যেন ঘেঁষতে চান না ব্রিজের আশপাশে। অথচ একসময় এ ব্রিজের উপর ছাত্র ও যুবকরা আসতেন অবকাশ যাপনে!

সম্প্রতি আল্লারদর্গা বাজারের আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, ব্রিজের নিচে ফেলা হচ্ছে আল্লারদর্গা সবজি বাজারের পচা সবজি, নাপিতের দোকানের চুল, পচা ফল এবং বিভিন্ন, হোটেল-দোকানপাটের ও মুরগির দোকানের ময়লা আবর্জনা। ফলে এসব ময়লা পানির সঙ্গে মিশে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। প্রতি মুহূর্তে ব্রিজের নিচে ফেলা হচ্ছে পানি দূষণকারী বর্জ্য।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হিসনা নদীকে খনন ও দূষণমুক্ত করতে এখনো ব্যতিক্রমী কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে আগেকার মতোই দূষণ ও দখলকে ধারণ করেই নিভু নিভু প্রদীপের ন্যায় বেঁচে আছে দৌলতপুরের ঐতিহ্য হিসনা নদী।

আল্লারদর্গা বাজারে ঘুরে বিভিন্ন সূত্রে জানা যায়, হিসনা নদী সুরক্ষা ব্যানারে কয়েকজন স্বেচ্ছাসেবক ও স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে ব্রিজের নিচে ময়লা ফেলবেন না ব্যানারসহ বিভিন্ন সচেতনামূলক প্রচারণা করে এরপরেও মানুষ ময়লা ফেলা বন্ধে কোন উদ্যোগ গ্রহণ করেনি ।

ব্রিজের পাশে ব্যবসা করা আব্দুস সালাম বলেন, এখানকার দোকানি ও ব্যবসায়ীরা অনেকেই নদীতে ময়লা ফেলেন। এটা ঠিক না। ফলে দুর্গন্ধে আমাদের কষ্ট হয়। তবুও মানুষ বুঝতে চায় না।

ব্রিজের উপর কথা হয় ব্রিজ পার হওয়া পথচারী আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, শুনেছি সন্ধ্যার পরে মানুষ চায়ের আড্ডা দেওয়ার জন্য এই ব্রিজের উপরে আসত । কিন্তু এখন আমরা আমরা প্রয়োজন ছাড়া এদিকে যাই না। আসতেই দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। কোনোমতে মাস্ক লাগিয়ে ব্রীজ পাড় হয়ে বাড়ি যাচ্ছি।

ব্রিজের উপর কথা হয় স্থানীয় ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন দেখেন তো “দেখেন তো কান্ড! বাজারের মধ্যে ব্রিজের নিচে নদীটা এখন আস্ত একটা ভাগাড় হয়ে গেছে। দিনের পর দিন এত নোংরা আবর্জনা পড়ছে, কিন্তু কারও যেন কোনও হেলদোল নেই। প্রশাসন কি ঘুমিয়ে আছে? নাকি তারা চোখ বুজে সব দেখেও না দেখার ভান করছে?”

স্থানীয় ব্যবসায়ী মাহামুদুল হাসান মাহি বিশ্বাস বলেন “”এটা তো অন্যায়! শুধু আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে না আমরা শারীরিক ও মানসিক ভাবেও দুর্বল হয়ে যাচ্ছি মাস্ক পরা ছাড়া ব্রিজ পার হওয়া দুস্কর , দূরের এলাকার নোংরা ময়লা এনে এখানে ফেলা হচ্ছে । এই নদীর উপর কত মানুষের জীবন নির্ভর করে, সেটা কি ওরা একবারও ভাবে না? যারা অন্য জায়গা থেকে এনে ময়লা ফেলছে, তাদের তো আরও কঠোর শাস্তি হওয়া উচিত।”

স্বেচ্ছাসেবক রিজভী আহমেদ তুষার বলেন ব্যানার গুলোর ছিড়ে পরে আছে দেখে বলেন
আপনাদের ময়লা ফেলতে লজ্জা হয়না কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ঠিক করতে গেলে লজ্জা লাগে, তা না হলে এভাবে এই ব্যানার গুলো ছিড়ে পড়ে নষ্ট হচ্ছে আর এই পথ দিয়ে আপনারা প্রতিদিন যাতায়াত করছেন কিন্তু এটা একটু ঠিক করে বেধে দিতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category