
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দৌলতপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা অংশগ্রহণ করেন। এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পূর্ববর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনীতিক জীবনের স্মৃতিচারণ করেন।