
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিচারক মন্ডলী কর্তৃক তিনি সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মঙ্গলবার (১৩ জানুয়ারি) দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিযোগিতায় ঘোষণা করেন।
মোঃ ইয়াকুব আলী ১৯৯৩ সালে বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে প্রায় ৩২ বছর শিক্ষকতায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে তিনি বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এস বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পূর্বেও কয়েকবার তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।
মোঃ ইয়াকুব আলী উপজেলার শিক্ষক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে মোঃ ইয়াকুব আলী বলেন, এ অর্জন দৌলতপুরের সকল শিক্ষকের। এর জন্য সকল শিক্ষককে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, শিক্ষাকতা একটি মহান পেশা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।