খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও হেরোইনসহ জামিল মালিথা (৪০) নামে স্থানীয় এক যুবদল নেতা আটক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ফিলিপনগর গ্রামের জালাল মালিথার ছেলে ও ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।.
বিজিবি সূত্রে আরো জানাযায়,দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিলেন জামিল মালিথা।পদ্মা নদী সংলগ্ন সীমান্ত এলাকা হওয়ায় তিনি স্থানীয় ও সীমান্তপারের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই অবৈধ মাদক হিরোইন ও অস্ত্র কার্যক্রম পরিচালনা করতেন।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামিল মালিথাকে গ্রেপ্তার করে।এ সময় তার হেফাজত থেকে প্রচুর পরিমাণ অবৈধ মাদকদ্রব্য(হিরোইন) ও আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে,জামিল মালিথা ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ পদ্মা নদী সংলগ্ন চরাঞ্চলজুড়ে মাদক( ফেন্সিডিল,হিরোইন) ও অস্ত্র ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন।।।তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামিল মালিথাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।অবৈধ মাদক (হিরোইন) ও অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে জামিলের বিরুদ্ধে দৌলতপুর থানাতে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।দৌলতপুর থানার মামলা নম্বর-৪১।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুলাইমান শেখ বলেন,দীর্ঘদিন ধরে জেলার সকল ইউনিটের গোয়েন্দা নজরদারি পর জামিলকে গ্রেফতার করেছে বিজিবি,মামলা হয়েছে।চরাঞ্চলের অস্ত্র,মাদক,ডাকাতি সহ সকল অপকর্মে জড়িতদের ধরতে কাজ অব্যাহত রয়েছে,অপরাধী যেই হোক,কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি ।