Headline :
দৌলতপুরে বিআরডিবির উদ্যোগে গরু মোটা তাজা করণ সুফল ভোগীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতপুরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃইয়াকুব আলী হারিয়েছে দৌলতপুরে সীমান্ত ব্যাংক, প্রাগপুর শাখা ও বিজিবির সমন্বয়ে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযান অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার দৌলতপুর আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে চম্পা খাতুন নামে এক মাহিলার লাশ উদ্ধার দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার দৌলতপুরের তারাগুনিয়া বাজারে আশিকের মোবাইল ফোন এর দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খলিসাকুন্ডিতে দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ সাইফুল ইসলাম / ২০ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ ক্রফোর্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিতরণকালে তিনি বলেন, সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার মিজানুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির এই মানবিক সহায়তায় স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category