দৌলতপুর প্রতিনিধিঃকুষ্টিয়ার সীমান্তবতী দৌলতপুর উপজেলার দৌলতপুর, কল্যানপুর, খলিষাকুন্ডি, রিফায়েতপুর, হোসেনাবাদ সহ উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টা ডল, গাঁজাসহ মাদক সেবনরত ও ক্রয় বিক্রয় কালে ১৩ জনকে আটক করা হয়। এ সময় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দোলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই
সিদ্দিকী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উদ্যোগে পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক মোঃ রাসেল কবির।
সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় অভিযান অভ্যহত থাকবে বলে মাদক নিয়ন্ত্রণ
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। আটক কৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের
করা হয়েছে বুধবার রাতে থানায় সোপর্দ করা হয়েছে।