
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের প্রাগপুরে মঙ্গলবার সকালে সীমান্ত ব্যাংক, প্রাগপুর শাখা এর উদ্যোগে প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ প্রাগপুর বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী শীতার্ত,
গরীব ও দুঃস্থদের পরিবারের মাঝে ২০০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সীমান্ত ব্যাংকের প্রাগপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের প্রাগপুর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার দিলারা জামান ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রাগপুর কোম্পনী কমান্ডার সুবেদার সৈয়দ শুকুর আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।