কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি’র টহলরত সদস্য বৃন্দ।
সোমবার ১২ জানুয়ারি বিকেলে অভিযান চালিয়ে সীমান্তবর্তী চিলমারী ছাতারপাড়া মাঠ থেকে কাল কাগজে পুতে রাখা পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ছাতারপাড়া মাঠের ভেতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের করা হরে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।