রাস্তার পরিধি সঠিক জরিপ করে ড্রেন নির্মানের দাবী
আল্লার দর্গায় মোহরার বাড়ি বাঁচাতে জনগণের ড্রেন ৩ ফুট বাঁকা করে নির্মাণ হচ্ছে
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লার দর্গা বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে, এর জন্য এলাকার মানুষ মানববন্ধন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে ঘুরে আবেদনের পেক্ষিতে পাস করা হয় কাঙ্ক্ষিত ড্রেন কিন্তু বহুল কাঙ্খিত ড্রেন নির্মাণে নানা বাঁধার সৃষ্টি হয়েছে।
নাসির উদ্দিন বিশ্বাস গার্লস স্কুলের সামনে পল্টু নামের এক সাব-রেজিস্ট্রি অফিসের মোহরা সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর আত্মীয় প্রভাব খাটিয়ে চারতলা বিল্ডিং কে বাঁচানোর জন্য ৩/৪ ফুট দুর দিয়ে বাঁকা করে ড্রেন নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এলাকার জনগণ বিষয়টি বুঝতে পেরে ক্ষোভ প্রকাশ করেছে। একজনের সুবিধা করতে গিয়ে জনগণের ড্রেন ৩/৪ ফুট বাঁকা করে নেয়ায় আশে-পাশের লোকজন বিপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
জনগনের দাবী রাস্তার পরিধি সঠিক জরিপ করে ড্রেন নির্মানের কাজ করা হউক। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।