হারিয়েছে,পারুল (৪০) স্বামী জিয়া, গ্রাম মিরপুর ঘাটপাড়া, পোস্ট -আল্লার দর্গা , উপজেলা -দৌলতপুর -জেলা কুষ্টিয়া,মোবাইল ০১৭৪৯ ৩৩৫১৬৪। গত ১০ জানুয়ারি ২০২৬, বাড়ি থেকে মস্তিষ্ক বিকৃতির কারণে হারিয়েছে। হারানোর সময় পরনে শাড়ি ও কালো বোরখা ছিল, শ্যামলা উচ্চতা পাঁচ ফিট, মহিলার এক ছেলে ও এক মেয়ে। কোন সহৃদয় ব্যক্তি মেয়েটির খোঁজ পেলে উক্ত ঠিকানায় ও মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সে একজন মানসিক ভারসাম্য হীন মহিলা।